
অ্যাজোস্পার্মিয়া: বাবা হতে পারবো কি?
→অ্যাজোস্পার্মিয়া বা ০ স্পার্ম কাউন্ট- যখন কোনো পুরুষ জানতে পারেন যে তিনি অ্যাজাস্পার্মিয়ায় ভুগছেন, সত্যিই তার জন্য এটা খুব Frustating.
প্রথমেই যে বিষয়টি তার মাথায় আসে, আমি আমার নিজের শুক্রাণু দিয়ে বাবা হতে পারবো কি না?
আপনাকে আশ্বস্ত করার জন্য বলতে চাই যে, বেশির ভাগ ক্ষেত্রেই আপনার নিজের শুক্রাণু দিয়ে বাবা হওয়া সম্ভব। অত্যাধুনিক পদ্ধতি PESA. TESA. MESA, ব্যাবহার করে শরীরের যেখানে শুক্রাণু উৎপন্ন হয় সেখান থেকে শুক্রাণু সংগ্রহ করে IVF এবং ICSI এর মাধ্যমে আপনি বাবা হতে পারবেন।